স্পোর্টস ডেস্ক : ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ফের সমালোচনায়। যুবরাজ সিংকে দলে নেয়া হলেও তাকে ব্যাটিংয়ে নামানো হয়নি। পাঁচ নম্বরে ব্যাট করার কথা ছিল যুবরাজ সিংহের।
যুবরাজ প্রস্তুত ছিলেন ব্যাট ও প্যাডের সাজে। কিন্তু যুবরাজের যখন ব্যাটিংয়ে নামার সুযোগ হয় তখন ব্যাট করতে নামেন ভারতের অধিনায়ক নিজেই। উপেক্ষিত যুবরাজ।
ধোনির ব্যাট করার কথা ছিল ছয় নম্বরে। যুবরাজের যায়গায় ব্যাট করতে নেমে ফের বিতর্ক ডেকে আনেন ভারতীয় ক্রিকেটে। দীর্ঘদিন পর যুবরাজ কেমন খেলেন সেটা দেখতে অধীর আগ্রহ ছিল সবার।
কিন্তু যুবরাজের ব্যাটিং দেখার দেখার সুযোগ হয়নি ধোনির প্রভাবের কারণে। তবে এদিন ধোনিও ব্যাট হাতে খারাপ করেননি। ৩ টি বল থেকে ১১ রান করেছে তিনি।
কোহলি ৯০ রানে অপরাজিত থাকেন। রায়েনা আউট হন ৪১ রানে। ওপেনার শর্মা করেন ৩১ রান। ২০ ওভার খেলা শেষে ৩টি উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৮৮। ১৮৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া।
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর