মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৯:৫৬

অধিনায়ক আফ্রিদির এতো বাজে রেকর্ড কেন?

অধিনায়ক আফ্রিদির এতো বাজে রেকর্ড কেন?

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ হারের পর এমন প্রশ্নের ওপর একটি জরিপ চালানো হয়। তাতে পাকিস্তানের সবচেয়ে বাজে অধিনায়ক হিসেবে উঠে আসে শহিদ আফ্রিদির নাম! পরিসংখ্যানও অবশ্য একই কথা বলে।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এ পর্যন্ত পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করেন মোট ছয় জন ক্রিকেটার। তারা হলেন ইনজামাম-উল-হক, মিসবাহ-উল-হক, শোয়েব মালিক, ইউনিস খান, মোহাম্মদ হাফিজ ও শহিদ আফ্রিদি। সফলতার ভিত্তিতে সেই তালিকায় আফ্রিদির অবস্থান ষষ্ঠ।

যেখানে আগের পাঁচজন অধিনায়কের হারের চেয়ে জয়ের সংখ্যা বেশি, সেখানে ৩৫ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া আফ্রিদি জিতেছেন ১৬টি ম্যাচে, আর হেরেছেন ১৮টিতে। এই পরিসংখ্যানে পাকিস্তানের টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বাজে অধিনায়ক আফ্রিদিকে ধারা হয়েছে।

পাকিস্তানের টি- টোয়েন্টি অধিনায়কদের হার- জয়ের রেকর্ড
 
অধিনায়ক           ম্যাচ    জয়     হার       টাই      %

. ইনজামাম-উল-হক   ১       ১     ০       ০       ১০০.০

২. মিসবাহ-উল-হক    ৮       ৬     ২       ০       ৭৫.০০

. শোয়েব মালিক     ১৭     ১২      ৪       ১       ৭৩.৫০

. ইউনিস খান       ৮       ৫     ৩       ০       ৬২.৫০

. মোহাম্মদ হাফিজ    ২৯     ১৭      ১১       ১       ৬০.৩০

শহিদ আফ্রিদি       ৩৫     ১৬     ১৮      ১       ৪৭.১০
২৬, জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে