মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৬:২৬:১৪

টাইগার শত্রু রাবাদার নয়া কীর্তি দেখে ক্রিকেটবিশ্ব থমকে গেল

টাইগার শত্রু রাবাদার নয়া কীর্তি দেখে ক্রিকেটবিশ্ব থমকে গেল

স্পোর্ট‌‌স ডেস্ক: দক্ষিণ আফ্রিকার অগ্নিঝড়া তারুণ পেসার কাগিসো রাবাদার কথা এখনো মনে আছে হাজার হাজার  টাইগার ভক্তদের মাঝে। মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। সেই অভিষেক ম্যাচেই রাবাদার অসাধারণ হ্যাটট্রিক ছাড়াও  ৬টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং  লাইন আপ সৃষ্টি করে দেন।

সেদিন তামিম, লিটন দাস এবং মাহমুদুল্লাহকে একেএকে আউট করে অভিষেকে নিজের হ্যাটট্রিক তুলে নিয়ে ছিলেন রাবাদা। সেই একথা মনের পড়লে হয়তো এখনো অনকেটাই কষ্ট পায় তামিম ও মাহমুদুল্লাহের ভক্তারা।টাইগারদের সেই শত্রেুর নতুন কাণ্ড শুনলে অবাক হবেন, সুপার স্পোর্ট পার্কে সেঞ্চুরিয়ন টেস্টে মাত্র ২০ বছর বয়সে ১৩ উইকেট নিয়েছেন তিনি।

ইংল্যান্ড সেঞ্চুরিয়ন টেস্ট হারছে, চতুর্থ দিন শেষেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। লক্ষ্য ৩৮২, তাতে ১৮ রানেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারানো ইংলিশরা চতুর্থ দিন শেষ করেছিল ৫২ রান নিয়ে। প্রায় নিশ্চিত ব্যাপারটিই আজ শেষ দিনের প্রথম সেশনে আনুষ্ঠানিকতা পেল। মাত্র ৪৯ রানে আজ শেষ ৭ উইকেট হারিয়ে সেঞ্চুরিয়ন টেস্টে ২৮০ রানের বিশাল হার জুটেছে অ্যালিস্টার কুকের দলের ভাগ্যে।

এক রাবাদাই গুঁড়িয়ে দিলেন ইংলিশদের। দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে নাম লেখালেন মাত্র ২০ বছর বয়সেই। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন। কাল দ্বিতীয় ইনিংসেও দুই উইকেট। আজ শেষ দিনে নিলেন আরও চারটি। মাত্র ২০ বছর বয়সে আর কোনো পেসার ১৩ উইকেট নিতে পারেনি এক টেস্টে।

২০-এর কম বয়সে ম্যাচে ১৩ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল নরেন্দ্র হিরওয়ানির। ১৯৮৮ সালে ১৯ বছর বয়সে চেন্নাই টেস্টে ১৬ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। রাবাদার আগে ২২ বছর বয়সে ১৩ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল ওয়াকার ইউনিসের। মাইকেল হোল্ডিংও ২২ বছর বয়সে ১৪ উইকেট নিয়েছিলেন, কিন্তু দিনের হিসাবে ওয়াকারের চেয়ে বড় ছিলেন। অভিষেক আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে ওয়া​নডেতে। রাবাদা
২৬, জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে