স্পোর্টস ডেস্ক: আগামী ৮ এপ্রিল মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার আগে ৩০০ ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। আগামী ৬ ফেব্রুয়ারি এই তালিকার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। তালিকায় কাটার বয় মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের নাম আইপিএল নিলাম থাকলোও খেলা হচ্চে না তার।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছেন, আইপিএলে মুস্তাফিজকে অনাপত্তি পত্র দেয়া হবে না। শুধু তাই নয়, মুস্তাফিজ খেলতে পারবে না ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)।
মঙ্গলবার বিকেলে বেক্সিমকো কার্যালয়ে পাপন আরো জানান, ‘জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে বা কাঁধে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। বর্তমানে সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার খেলা হবে না। বিসিবি থেকে দেয়া হবে না অনাপত্তি পত্র।
২৬, জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস