মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৭:৩৯:৪৮

প্রেমে চলে মন ভাঙা-গড়া, কিন্তু ক্রিকেটে না : সাকিব

প্রেমে চলে মন ভাঙা-গড়া, কিন্তু ক্রিকেটে না : সাকিব

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের সিরিজে জিততে না পারলেও হাল ছাড়েননি অল রাউন্ডার সাকিব আল হাসান।  এশিয়া কাপে এর কোনো প্রভাব পড়বে বলে মনে করেন না তিনি।

এশিয়া কাপের আগে একটি টিম কম্বিনেশন দরকার ছিল বলে মনে করেন তিনি।  জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হারলেও মনোবল ভাঙেনি তার।  সাকিব বলেন, প্রেমের ক্ষেত্রে মন ভাঙা-গড়া চলে, কিন্তু ক্রিকেটে না।

এশিয়া কাপের আগে বাংলাদেশ সেরা ফর্মে ফিরতে পারবে বলেও আশাবাদী তিনি।  মঙ্গলবার খুলনার হোটেল সিটি ইনে ‘ফেস অব রেডিও ধ্বনি’ হিসেবে রেডিও ধ্বনির সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সাকিব আল হাসান।

সাকিব বলেন, এশিয়া কাপের আগে জিম্বাবুয়ে সিরিজে টিমের পরীক্ষা-নিরীক্ষা ছিল।  আমার মনে হয়, এটা ঠিকই আছে।  বড় কোনো টুর্নামেন্টের আগে আমাদের একটা সুযোগ ছিল বেস্ট কম্বিনেশনটা বের করার।  টিম ম্যানেজমেন্ট সেটা করতে পেরেছে।

পরপর দু’টি ম্যাচ হারলেও দলের মনোবল ভাঙেনি বলে মনে করেন তিনি। তার মতে, মন ভাঙা বা মন গড়া এসব প্রেমের ক্ষেত্রে চলে, ক্রিকেটে নয়। আমরা যখন ক্রিকেট খেলি নিজেদের সেরাটা দিয়েই খেলি।  এখনো আমাদের মনোবল চাঙ্গা।  এশিয়া কাপের আগে যথেষ্ট সময় পাব।  আশা করছি, এশিয়া কাপে আমাদের ফলটা ভালোই হবে।

টি-টোয়েন্টি ক্রিকেট সংক্ষিপ্ত ফরমেটের খেলা।  এখানে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।  জিম্বাবুয়েকে আমরা মোটেই খাটো করে দেখিনি। টি-টোয়েন্টিতে ফলাফল খুব একটা ভালো নয় এটা স্বীকার করেন সাকিব।  তিনি বলেন, এ বছর বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে।  আমাদের লক্ষ্য, পুরো বছরটি-টোয়েন্টিতে ভালো করা।

এশিয়া কাপের আগে বাংলাদেশ দল আরো বেশ কিছুদিন অনুশীলন করার সুযোগ  পাচ্ছে, বলেন সাকিব।  এ সময়টাকেই পুরেপুরি কাজে লাগাতে চান তিনি।

এর আগে হোটেল সিটি ইনে রেডিও ধ্বনির সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেন সাকিব আল হাসান।  আগামী ২ বছর রেডিও ধ্বনির সাথে কাজ করবেন তিনি।  এ সময়টাতে রেডিও স্টেশনে একটি ক্রিকেটের প্রোগ্রাম উপস্থাপনা করবেন সাকিব।

সাকিব বলেন, আমরা সাধারণ ক্রিকেট ভক্তদের থেকে অনেক দূরে থাকি।  এ অনুষ্ঠানের মধ্যদিয়ে ভক্তদের খুব কাছে থাকতে পারব।  তাদের কথা শুনতে পারব।  তারাও আমার সম্পর্কে আরো বেশি বেশি জানতে পারবে।

রেডিও ধ্বনির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী মালিক সজীব।

২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে