মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৭:৫৩:৫২

যুব টাইগারদের বিশ্বকাপ ফাইনালে দেখতে চান সাকিব

যুব টাইগারদের বিশ্বকাপ ফাইনালে দেখতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক: আগামীকাল থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে অনূধ্ব-১৯ বিশ্বকাপের। স্বাগতিক হিসেবে যুব টাইগার দলকে ফাইনালে দেখতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার খুলনার সিটি ইন হোটেলে রেডিও ধ্বনির সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এম আশা বাদের কথা জানান তিনি।

সাকিব আল হাসান বলেন, আমাদের যুব দলটা বেশ ভালো। আমি এদের নিয়ে আশাবাদী। ঘরের মাঠে খেলবে এরা। কিছু হোম অ্যাডভানডেজ তো পাবেই, যদিও আইসিসি টুর্নামেন্টগুলোতে সেভাবে হোম অ্যাডভানডেটজ পাওয়া যায় না। তবুও নিজেদের দর্শকের সামনে খেললে বাড়তি অনুপ্রেরণাও থাকবে তাদের। দলের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে যারা রেজাল্ট এনে দিতে পারে।
২৬, জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে