মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৮:০৩

তিনটি কারণে আইপিএল -পিএসএলে মুস্তাফিজকে খেলতে দেবে না বিসিবি

তিনটি কারণে আইপিএল -পিএসএলে মুস্তাফিজকে খেলতে দেবে না বিসিবি

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং  পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর মুস্তাফিজুর রহমানকে অনাপত্তি পত্র দেয়া হবে না।

আগামী ৮ এপ্রিল মাঠে গড়াচ্ছে আইপিএল। আর ফেব্রুয়ারির দিকে দুবাইয়ে অনুষ্ঠেয় হবে পাকিস্তান সুপার লিগ পিএসএল এই দুই টুর্নামেন্টে মুস্তাফিজ নিলামে থাকলেও বিসিবির পক্ষে থেকে খেলা ছাড়পত্র পাচ্ছেন না।

কারণ হিসেবে বিসিবির সভাপতি উল্লেখ্য করেছেন, সদ্যশেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বা কাঁধে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। বর্তমানে সে ‍পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

তা ছাড়াও বাংলাদেশের সামনে দুইটি টি-টোয়েন্টি বিগ ফরমেট। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে। এই জন্য মুস্তাফিজের কিছুটা বিশ্রামের প্রয়োজন রয়েছে। এছাড়াও আগামী কয়েক মাসের টানা ক্রিকেট সূচির কারণে মুস্তাফিজকে এই দুইটি টুর্নামেন্ট খেলা অনুমতি দেওয়া হবে না।  

ফেব্রুয়ারিতে বাংলাদেশে বসবে এশিয়া কাপের আসর। এশিয়া কাপ শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত চলে যাবে মাশরাফিবাহিনী। পিএসএলও শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। পিএসএলে খেললে গোটা ফেব্রুয়ারি-মার্চ টানা খেলার মধ্যেই থাকতে হবে মুস্তাফিজকে। ধকলটা অনেক বেশিই হবে তার জন্য।

কিছুদিন আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)-এর দল লাহোর কালান্দার্স বাংলাদেশের এই কাটার মাস্টারকে অন্তর্ভুক্ত করে নেন। তবে আইপিএল এখনো দল পাননি মুস্তাফিজ। আগামী ৬ ফেব্রুয়ারি এই তালিকার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।  সেই তালিকায় জাগয়া পেয়েছেন বাংলাদেশি এই ক্রিকেটার।
২৬, জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে