স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে ভালো খেলে আসলেও শিরোপার স্বাদ পায়নি কোনো সময়। ২০১৬ সাল বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ। এই বছরে বাংলাদেশ নাকি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলবে।
জাতীয় দলের এক প্রতিভাবান ক্রিকেটার বলেছেন এই কথা। তবে জাতীয় দলের নতুন ক্রিকেটার মোসাদ্দেক হোসেনই নয় মাঠের চিত্রই বলছে এবার বিশ্বকাপ ঘরে তুলবে বাংলাদেশ!
অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড ও জিম্বাবুয়েকে প্রস্তুতি ম্যাচে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ টিম।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল বর্তমানে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেন কয়েকদিন আগে ১৯ দল থেকে জাতীয় ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন।
তিনি প্রত্যায়ের সাথে বলেছেন প্রথম বারের মত এবার বিশ্বকাপ জয় করতে যাচ্ছে বাংলাদেশ। প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ের জন্য বেশ এগিয়ে তো বাংলাদেশ। তবে এখন শেষটা দেখার অপেক্ষা।
২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর