বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৫:০৪

যে বোলার সাকিবের আতঙ্ক

যে বোলার সাকিবের আতঙ্ক

 

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছরেরও বেশি ক্যারিয়ার জীবনে ব্যাট হাতে অনেক রথী-মহারথী বোলারের মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান।

যদি একটি প্রশ্ন করা হয় ব্যাটিংয়ের সময় কোন বোলারের বিপক্ষে ব্যাট করতে ভয় পান সাকিব।

তবে হ্যা। গত সোমবার খুলনার সিটি ইন হোটেলে এই প্রতিবেদকের কাছ থেকে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সাকিব। প্রশ্নটা শুনেই সাকিব থ! কিছুক্ষণ ভাবলেন সাকিব। তার পর বললেন, শ্রীলঙ্কান পেসার মালিঙ্গার বিপক্ষে ব্যাট হাতে নামাটা তার জন্য অনেকটা বিপদ জনক।

সাকিব আল হাসান যেহেতু অলরাউন্ডার । তাই ওই প্রতিবেদক তাকে আবার প্রশ্ন করেছিলেন তাহলে বল হাতে কোন ব্যাটসম্যানকে আপনার কঠিন মনে হয়।

তিনি বলেন,‘এটা আসলে উইকেটের ওপর নির্ভর করে।’পাল্টা প্রশ্ন করা হলো, ‘ধরুন, সব একই ধরনের উইকেট। কোন ব্যাটসম্যানকে বোলিং করতে চাইবেন না?’ এবার সাকিব আস্তে করে উচ্চারণ করলেন, ‘চন্দরপল।’

ঠিক আগের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান। কেন তাঁকে সমস্যা মনে হতো—স্টান্সের কারণে? সাকিব সম্মতিসূচক মাথা ঝোঁকালেন।

টেস্টে ৩০টি সেঞ্চুরি, প্রায় ১২ হাজার রান, কিন্তু অদ্ভুতুড়ে স্টান্স আর খেলার ধরন মিলিয়ে দেখার জন্য খুবই বাজে ছিল চন্দরপলের ব্যাটিং। সৌজন্য বজায় রাখার দায় না থাকলে যেটিকে ‘কুৎসিত’-ই বলে ফেলা যায়। সাকিব কথাটা শুনে বললেন, ‘এটাই তো সবাইকে আরও অনুপ্রেরণা দেবে যে, দেখার জন্য ভালো না হয়েও এত রান করা যায়, এত সেঞ্চুরি। এখানেই তো চন্দরপলের গ্রেটনেস।’ তথ্যসূত্র : প্রথম আলো

২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে