বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ১০:৩৬:২৬

এবার রেডিওতে কথার ঝড় তুলবেন সাকিব

এবার রেডিওতে কথার ঝড় তুলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান একজন ভালো মানের খেলোয়াড়, ভালো স্বামী, ভালো বাবা, একজন সফল ব্যবসায়ী এবং একজন মডেলও বটে। কিন্তু এবার নতুন পরিচয়ে আবির্ভাব হচ্ছেন নতুন সাকিব। এবার তিনি এফএম রেডিওর উপস্থাপক হতে যাচ্ছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে টাইগাররা স্ব-দল বলে এখন খুলনাতে অবস্থান করছেন। সেখানে বৈরি অবহাওয়াতেও ঘাম ঝরাচ্ছেন টাইগরাররা।

এই কঠোর সিডিউলের মাঝে সময় বের করে মঙ্গলবার শিল্পনগরী খুলনার হোটেল সিটি ইনের সিটি কনভেনশন হলে সকাল ১১ টায় সাকিব যোগ দেন খুলনার একমাত্র সংবাদ ভিত্তিক এফএম রেডিও স্টেশন, রেডিও ধ্বনি ৯১.২ এর সাথে এক চুক্তি স্বাক্ষর করেন তিনি।

চুক্তি অনুসারে সাকিব হবেন ‘ফেস অব রেডিও ধ্বনি’। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেডিও ধ্বনির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হুসাইন (রনি), নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব ও প্রধান বার্তা সমন্বয়কারী শরীফ মুজিব উপস্থিত ছিলেন।

২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে