স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের এই র্কীতিমান মানুষ ফের চমকে দিয়েছেন দেশবাসীকে। এই বয়সে ফুটবলের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছেন তিনি! আর বার্সালোনার জার্সি গায়ে ফুটবল মাঠে চমক দেখালেন সেই ড. ইউনুস
ড. মুহাম্মদ ইউনুস বিদেশের মাটিতে সন্মানিত এক নাম। ফুটবলের বিখ্যাত ক্লাব বার্সালোনার ভাইস প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার ও ক্লাব পরিচালক দিদাক লি আমন্ত্রণ জানান ড. ইউনুসকে।
মঙ্গলবার স্পেনের এই শহরে সোশাল বিজনেস সিটি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া ড. ইউনুসকে বার্সেলোনা ক্লাব পরম আন্তরিকতায় স্বাগত জানায়।
ড. ইউনুস এই স্প্যানিশ ক্লাবে আসতে পেরে আনন্দিত হন। বার্সার জার্সি গায়ে খেলার মাঠে হেঁটে হেঁটে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি। এ সময় ড. ইউনুস বলেন, বাংলাদেশের সবাই বার্সালোনার সমর্থক।
তিনি আরো বলেন, এই ক্লাবের প্রতি মানুষ বেশি আবেগপ্রবন। ক্রীড়া মানুষ একত্রিত করে শান্তি দিকে নিয়ে জয় বলে সে সময় মন্তব্য করেন ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনুস।
২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর