বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ১১:৩৯:৪৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশাল সংগ্রহের পথে টাইগার বাহিনী

বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশাল সংগ্রহের পথে টাইগার বাহিনী

স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে শুরু হয়েছে অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ। এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ ক্রিকেট টিমের ঝলক। দুর্দান্ত ছন্দে ব্যাট করছে বাংলাদেশ টিম। এগিয়ে যাচ্ছে রানের চাকা।

পিনাক ও জয়রাজ বড় সংগ্রহের ভিত গড়ে বিদায় নেন। চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামে বেশ ণৈপুন্য দেখাচ্ছে মিরাজরা। কখনো ধীর লয়ে কখনো বা আচমকাই বাড়িয়ে দিচ্ছেন রানের চাকা।

সর্বশেষ রিপোর্টে ৩টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। আর ৩৫ ওভার খেলা শেষে বাংলাদেশ টিমের সংগ্রহ ১৫৩ রান। পিনাক ৪৩ রান ও জয়রাজ ৪৬ রান করে আউট হন।

শান্ত ও মিরাজ বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন। দুই জনে এরই মধ্যে রয়েছেন হাফসেঞ্চুরির পথে আর এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সংগ্রহ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে বড় বড় জয় রয়েছে বাংলাদেশের। সে দিক থেকে বলা যায় আজকের (বুধবার) ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশ টিম।
২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে