স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সেরা মুখ মুস্তাফিজুর রহমান আহত হওয়ার পরে ফের যোগ দেন বিসিবির অনুশীলন ক্যাম্পে। ক্যাম্পে যোগ দেয়ার পরে ফের মাঠের বাইরে মুস্তাফিজুর রহমান।
মাঠের বাইরে থাকার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম। বুধবার শুরু হয় জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ।
প্রস্তুতি ম্যাচে খেলার জন্য ফিট নন মুস্তাফিজ। এ কারণে আপাতত দলের বাইরে রয়েছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও মুস্তাফিজকে নিয়ে যে তথ্য দিয়েছেন তা বেশ ভয়ঙ্কর।
তিনি বলেছেন, মাঠে খেলার মত শারীরিক অবস্থায় এখনো ফিরতে পারেননি মুস্তাফিজ। এমনকি ভারি অনুশীলন করতে এখনো পারছেন না মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজুর রহমান নিজের শারীরিক কারণেই ফিট হতে পারছেন না পিএসএল খেলার জন্য! বাংলাদেশ দলের ফিজিও বলেন, যতদ্রুত সম্ভব মুস্তাফিজকে মাঠে দেখতে চায় বিসিবি।
আরো দুই সপ্তাহ সময় লাগবে মুস্তাফিজকে পুরোপুরি সুস্থ হতে। মুস্তাফিজ বিসিবির চিকিৎসকদের নির্দেশনায় রয়েছেন বলে জানান তিনি। প্রসঙ্গত, এশিয়াকাপ শুরু হতে আর বেশি সময় নেই। এর আগে মুস্তাফিজকে নিয়ে এমন খবর বেশ উদ্বেগজনক।
২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর