স্পোর্টস ডেস্ক : আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মোটা অংঙ্কের অর্থ দেবে। এর আগে এই ধরনের কোনো রেওয়াজ ছিল না। রেওয়াজ ভেঙ্গে বাংলাদেশকে অর্থ প্রদান করবে আইসিসি।
বাংলাদেশের মাটিতে শুরু হয়েছে অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ আসর। এর আগে আয়োজক দেশকে অর্থপ্রদানের কোনো নিয়ম ছিল না। কিন্তু দেশের ক্রিকেটের উন্নতির জন্য বাংলাদেশকে অর্থ প্রদান করবে আইসিসি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সহসভাপতি মাহবুব আনাম দিয়েছেন এই তথ্য। এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন নিয়ম চালু করেছে আইসিসি।
বাংলাদেশকে দিয়েই এই রেওয়াজ চালু করছে প্রতিষ্ঠানটি। ক্রিকেটের উন্নতির জন্য এই অর্থ প্রদান করবে আইসিসি। মাহবুবুল আনাম পরে বলেন, এই বিশ্বকাপে আমরা কঠোর নিরাপত্বা প্রদান করছি।
তিনি বলেন, বিশ্বকাপ আসরকে সফলভাবে আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য। আইসিসির অর্থ বড় কথা নয়।
২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর