বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০২:১৮:৪৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন মুস্তাফিজের অবিশ্বাস্য বোলিং ণৈপুন্য

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন মুস্তাফিজের অবিশ্বাস্য বোলিং ণৈপুন্য

 স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের ২৭ জানুয়ারি, বুধবার সূর্য পূর্ব দিকেই উদিত হয়। হাড় কাঁপানো শীতের সৌসুমে হলেও এদিন সকালে আলোর আভা দেখতে পায় দেশবাসী।

অবিশ্বাস্য আর একটি উক্তি হলো সকালের আভা যেন বিকালেও দেখতে যাচ্ছে দেশবাসী। বিশ্বকাপ আসরে টাইগাররা দুরন্ত সূচনা করেছে বলেই এমন অভিব্যপ্তি।

আসরের প্রথম ম্যাচে নতুন মুস্তাফিজ বলে নিজের নামের জৌলুস ছড়ানো মেহেদি হাসান মিরাজ এমন পরফর্ম করেছেন যা স্বর্ণের অক্ষরে বেঁধে রাখার মতন।

১৬ ওভার শেষে প্রতিপক্ষের রান যখন ৪৯ তখন ৫ ওভার বল করা হয় এই নায়কের। ৫ ওভারের ২টি নিয়েছেন মেডেন ওভার। ওয়ানডে ক্রিকেট আর বিশ্বকাপের মত আসরে তা বিরল।

শুধু এখানেই নয়। তিনি রান নিয়েছেন মাত্র ৬টি। উইকেট নিয়েছেন ১টি। রান রেট ১.২০। এমন স্কোর গড়লেন মিরাজ!!! তবে এটাই নয় আরো বড় ধরনের সুখবর পেতে যাচ্ছে দেশবাসী।

আর সেটি হলো এরই মধ্যে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকার। তার তাতে জয় আসছে টাইগার শিবিরে।
২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে