বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০২:৩০:৪১

যুব বিশ্বকাপ সরাসরি সম্প্রচারে রেকর্ড

যুব বিশ্বকাপ সরাসরি সম্প্রচারে রেকর্ড

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচের খেলা একই সঙ্গে একাধিক টিভি চ্যানেলের কখনই সরাসরি সম্প্রচার করেনি। অথচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম  অনুষ্ঠিত উদ্ভোধনী ম্যাচটিতে দু’টি দেশীয় টিভি চ্যানেল গাজী টিভি, মাছরাঙ্গা টিভি এবং একটি সরকারি টিভি চ্যানেল বিটিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। সেই সঙ্গে বিদেশি টিভি চ্যানেল স্টার স্পোর্টসেও দেখা যাচ্ছে আজকের ম্যাচটি।

প্রসঙ্গত, এবার রেকর্ড সংখ্যক ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। আগের ১০টি আসরে যা করা হয়নি। এর আগে আরব আমিরাতে অনুষ্ঠিত আসরের ১১টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে চারটি, ফতুল্লাহর সাতটি এবং শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে নয়টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে