স্পোর্টস ডেস্ক : পাকিস্তান নিউজিল্যান্ড সফরে রয়েছে। মোহাম্মদ আমির দীর্ঘ সাড়ে ৫ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে মাঠে নামেন।
মাঠে নামার পরেই পরেই অপমানিত হন মোহাম্মদ আমির। বিষয়টি ঝড় তুলে কমিটিবক্সেও। এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে নিউজিল্যান্ড ক্রিকেট বের্ড। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
খেলার মাঠে আমিরকে ডলার দেখিয়ে পুরনো ক্ষতে আঘাত দেন নিউজিল্যান্ড ভক্ত। ডেভিড হোয়াইটের ভাষ্য, আমিরের প্রতি এই আচরণ রীতিবিরুদ্ধ।
একই সাথে স্টেডিয়ামে মাইক ব্যবহারেও ক্ষেপেছেন তিনি। এক বিবৃতি দিয়ে এ বিষয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষমা চেয়েছেন তিনি। হোয়াইট বলেছেন, আমি পাকিস্তানকে প্রতিশ্রুতি দিচ্ছি এই ধরনের ঘটনা আর হবে না।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বেতনভূক্ত লোক মাইকে আমিরের বিষয়ে বিতর্কিত উক্তি করে। এটা নিয়ে বেশি ক্ষেপেছেন ডেভিড হোয়াইট। তিনি এটাকে হালকাভাবে না নিতে নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর