স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দেশের মাটিতে মাঠে নামে বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ছুড়ে দেয় লড়াকু টার্গেট। এই টার্গেটে জয় পেতে হলে লড়াইয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের।
তবে লড়াই করেই এখন ছন্দে বাংলাদেশ। জয়ের অভাস আসছে বাংলাদেশ ক্রিকেট টিমে। ৪২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে ৬ টি উইকেট হারিয়েছে। আর তাতেই চমক দেখাতে যাচ্ছে বাংলাদেশ যুবাদল।
সাইফুদ্দিন, সরকার ও মিরাজ দুটি করে উইকেট ভাগাভাগি করেন। দক্ষিণ আফ্রিকা ছয়টি উইকেট হারালেও ওপেনিংয়ে নামা স্মিথকে আউট করতে পারেনি বাংলাদেশ।
এরই মধ্যে ৮৮ ওভারের খেলা শেষ হয়েছে। আর সেঞ্চুরি থেকে কয়েক রান দূরে রয়েছেন সিম্থ। তবে ভয়ের কিছু নেই। বাংলাদেশ টিমই জয়ের রোড ম্যাপে রয়েছে। জয়ের জন্য এখনো দক্ষিণ আফ্রিকার চাই ৮৪ রান। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে রুখে দিতে বদ্ধপরিকার টাইগাররা।
২৭ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর