স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের নির্ভযোগ্য উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে ডাক্তারের নিষেদাজ্ঞায় বাদ বাকি দু’টি ম্যাচে মাঠে নামেননি তিনি।
তবে মুশফিক ইস্যুতে এবার সুখবর দিল বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান। তিনি জানালেন, ‘মুশফিক আগামী দু তিন সপ্তাহের মধ্যে সুস্থ না হলেও আশা করছি তার পরবর্তীতে ঠিকই মাঠে ফেরার মত উপযোগী হয়ে উঠবে সে।
মাঠে ফেরার জন্য মুশফিকের যে অন্যরকম তাড়না সেটি লক্ষ্য করা যায় গত দু’দিন ধরে নেটে তার প্যাকটিসের ধরণ দেখে। তিনি ব্যাথা নিয়েও গত দু’দিন নেটে প্যাকটিস করে যাচ্ছেন। তাবে তাকে শুধু ব্যাটিং প্যাকটিস করতে দেখা যাচ্ছে।
আজ এশিয়া কাপের পূর্বে নিজেদের প্রস্তুতি ম্যাচে খেলবেন না মুশফিক। শুধু একাকি অনুশীলনে নিজেকে ব্যস্ত রাখবেন। ফিজিও জানালেন, প্রস্তুতি ম্যাচের পরে গ্লাভস হাতে দেখা যাবে মুশফিককে।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর