স্পোর্টস ডেস্ক : কি আনন্দ! দেশের মাটিতে বিশ্বকাপের আসর। প্রথম ম্যাচেই দারুণ জয় বাংলাদেশের। তবে বাংলাদেশের শুধু জয়ই নয় আগাম অনেক কিছুই যোগ হচ্ছে বাংলাদেশ শিবিরে।
যুবাদের বিশ্বকাপে বর্তমানে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের ঝলকে অভিভূত না হয়ে পারবে না কোনো ক্রিকেট দেশ। দক্ষিণ আফ্রিকার মাত্র একজন ব্যাটসম্যান ছাড়া আর কোনো ব্যাটসম্যানকে উইকেটে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান সিম্থ সই সই সেঞ্চুরি তথা ১০০ রান করে শাওনের বলে সাজঘরে ফেরেন। মিরাজ, সরকার ও সাইফের পর বোলিং দামাকা দেখান শাওন গাজী।
গাজীও পান দুটি উইকেট। গাজীর বোলিংয়েই বাংলাদেশের জয় নিশ্চিত হয়! সিম্থ আউট হলেই যেন জয়ের টিকিট পেয়ে যায় বাংলাদেশ। পরে ১৯৭ রানে ৪৮.৪ বলে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এর সুবাধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৪৩ রানে জয় পায় বাংলাদেশ ২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর