স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুভসূচনা করেছেন যুব টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জয় পায় অর্নূধ্ব-১৯ বাংলাদেশ ক্রিকেট দল।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারেদের ছুঁয়ে দেয়া ২৪১ টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষ হতে না হতে ১৩৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ফলে বাংলাদেশ ক্রিকেট দল ৪৩ রানের জয় তুলে নেন।
বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন। আর দুইটি করে উইকেট দখল করে নেন সাহিদ সরকার এবং সোহেল আহমেদ। বাংলাদেশ দলে হয়ে নাজমুল হোসেন শান্ত করেন সর্বোচ্চ ৭৩ রান। এছাড়াও জয়রাজ শেখ করেন ৪৬ রান এবং পিনাক ৪৩ রান করেছেন।
২৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস