স্পোর্টস ডেস্ক: বুধবার থেকে শুরু হওয়া অর্নুধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছেন যুব টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জয় পায় অনূধ্ব-১৯ বাংলাদেশ ক্রিকেট দল।
চট্টগ্রাম স্টেডিয়ামের ম্যাচে টাইগারদের দেয়া ২৪১ টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষ হতে না হতে ১৩৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ফলে বাংলাদেশ ক্রিকেট দল ৪৩ রানের জয় তুলে নেন।
বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে বিশাল ব্যবধানে এমন জয়ে আনন্দিত গোটা বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা।সে সঙ্গে আনন্দিত জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজের মাধ্যমে মিরাজ বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
স্ট্যাটাসে মুশফিক লেখেন, আলহামদুলিল্লাহ্ । আমরা জয় পেয়েছি।অভিনন্দন, চালিয়ে যাও যুবারা।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর