স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম দিনে নিজেদের প্রথম ম্যাচে ফিজিদের বিপক্ষে বিশাল জয় পেয়েছেন যুব ইংশিলরা। বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ড্যান লরেন্স ও জ্যাক বার্নহ্যামের শতকে ২৯৯ রানের এই জয় তুলে নিয়েছে তারা।
এদিন গ্রুপ সি এর ম্যাচে ফিজির বিপক্ষে আগে ব্যাট করে ৩ উইকেটে ৩৭১ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে বেঁধে ফেলে মাত্র ৭২ রানে।
ইংল্যান্ডের লরেন্সের ১৫০ বলে ১৭৪ ও বার্নহ্যামের ১৩৭ বলে ১৪৮ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করে ইংলিশরা।
বিশাল টার্গেটে ব্যাট করতে নামা ফিজি ভালোভাবে জবাবটা দিতে পারেনি। নিজেদের ইনিংসের প্রথম ৬ ওভারে শুরুর ৫ ব্যাটসম্যানকে হারিয়ে দ্রুতই হারের দিকে এগোতে থাকে তারা। পেনি ভুনিয়াকা ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি ইংলিশ বোলারদের সামনে। তবে ফিজি ব্যাটসম্যানদের মধ্যে ভুনিয়াকার ৭৪ বলে সর্বোচ্চ ৩৬ রান। যুব ইংলিশ বোলাদের পক্ষে ৫ ওভার বল করে ৪ মেডেন নিয়ে ৩টি উইকেট পায় মাহমুদ। এছাড়াও কাররানের পেয়েছেন ৩টি উইকেট।
২৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস