বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৫:১১:১৪

তাসকিনদের কাছে মাশরাফিদের হার

তাসকিনদের কাছে  মাশরাফিদের হার

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপকে সামনে রেখে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা।

বুধবার আবু নাসের স্টেডিয়ামের ম্যাচটিতে মাশরাফি বিন মুর্তজার লাল দল ও শুভাগত হোমের সবুজ দলের হয়ে ব্যাট-বলের যুদ্ধে নামেন।

নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচটিতে মাশরাফির লাল দলকে ১২ রানে হারিয়েছে শুভাগত হোমের সবুজ দল। শুভাগতর অপরাজিত অর্ধশতক ও আরিফুল হকের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সবুজ দল। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৬৩ রান করতে সমর্থ হয় মাশরাফির লাল দল।

 

বাংলাদেশ লাল দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, আবু হায়দার রনি, আল আমিন হোসেন ও জুবায়ের হোসেন।

বাংলাদেশ সবুজ দল: ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মো. মিথুন, শুভাগত হোম, আরিফুল হক, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী, আবুল হাসান রাজু, সাকলায়েন সজীব, কামরুল ইসলাম রাব্বী, মো. শহীদ, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।

২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে