সোমবার, ২০ মার্চ, ২০২৩, ০১:০০:৩৩

বাংলাদেশ ধারণার চেয়েও ভালো দল: আইরিশ কোচ

বাংলাদেশ ধারণার চেয়েও ভালো দল: আইরিশ কোচ

স্পোর্টস ডেস্ক : ম্যাচের আগের দিন অবধি আয়ারল্যান্ডকে মনে হচ্ছিল বেশ আত্মবিশ্বাসী। কথার ধরনে মনে হচ্ছিল মাঠেও বাংলাদেশের কঠিন পরীক্ষা নিবে তারা। তবে, সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো উড়ে গেছে আইরিশরা। 

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ১৮৩ রানে হেরে সিরিজ শুরু করেছে আইরিশরা। আর তাই বাংলাদেশকে ধারণার চেয়েও ভালো দল বললেন আয়ারল্যান্ডের কোচ হেইনরিখ মালান। রবিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে এমনটা জানালেন তিনি।

আইরিশ কোচ বলেন, ‘অবশ্যই এমন ফল আমরা চাইনি। আমার মনে হয় এটা ভালো সুযোগ কন্ডিশনটা টের পাওয়ার। তারা আমাদের ধারণার চেয়ে ভালো দল। ভালো উইকেট ছিল। এত বেশি ইফেক্টেড না যেমন ভেবেছি। এটা এমন কিছু যেটা খুঁজে পেয়েছি। আমরা আগামীকাল সেটা সমাধান করতে পারবো। ’

দ্বিতীয় ওয়ানডের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করার কথা ছিল আয়ারল্যান্ডের। বৃষ্টির কারণে সেটিও সম্ভব হয়নি। সিরিজ বাঁচাতে সোমবারের ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের। এ ম্যাচে কী পরিকল্পনা থাকবে? আয়ারল্যান্ড কোচ মালান চলতে চান নিজেদের পথেই।

তিনি বলছিলেন, ‘অধিনায়ক বলেছে আমরা নিজেদের খেলার ধরনেই মনোযোগী। অবশ্যই এটা ফলের ব্যাপার। বুঝতে পারছি আন্তর্জাতিক ক্রিকেট জয়-পরাজয়ের। কিন্তু এটাই আমাদের কাজের পথ। আমার মনে হয় যদি আপনি গত ১২ মাসে আমাদের খেলার ধরন দেখেন, যেভাবে আমরা খেলার চেষ্টা করেছি, আমাদের সুযোগ এসেছে বড় দলগুলোকে হারানোর। ’ 

‘আমরা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছি। এই সিরিজও তেমন সুযোগ হিসেবে দেখছি। এখানে আসা, আলাদা কন্ডিশন, এমন একটা দলের বিপক্ষে খেলছি, যারা মাত্রই বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে- এসব দেখায় আমাদের সামনে কারা আছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে