সোমবার, ২০ মার্চ, ২০২৩, ০১:১০:০২

আইরিশদের চেয়ে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ যা!

আইরিশদের চেয়ে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ যা!

স্পোর্টস ডেস্ক : এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ সোমবার দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে। দুঃসংবাদ, সিরিজ জয়ের মিশনে আইরিশদের চেয়ে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি! 

সিলেটের আকাশে গত কয়েক দিন ধরেই মেঘ বিরাজ করছে। প্রথম ম্যাচের দিন অবশ্য রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই ছিল। কিন্তু শনিবার রাতে কালো আকাশ ভেদ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে।

এই বৃষ্টি মাথায় নিয়েই গড়াতে যাচ্ছে দ্বিতীয় ওয়ানডে। সবকিছু ঠিক থাকলে আজ সোমবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করলেও ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আইরিশরা। বাংলাদেশ তাদের রেকর্ড ১৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে। যদিও সাম্প্রতিক সময় আইরিশদের পারফরম্যান্স দুর্দান্তই বলা চলে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারানোর ইতিহাস আছে দলটির।

নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে না পারলেও দারুণ ক্রিকেট খেলেছে। তাছাড়া সিলেটের বর্তমান কন্ডিশনও হয়েছে আইরিশ সহায়ক! ঠান্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আইরিশদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। রবিবার রাতে বৃষ্টি কমলেও আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া রিপোর্টে ম্যাচের দিন থেমে থেমে বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে প্রথমবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এলেও ২০০৮ সালে ওয়ানডে সিরিজ খেলতে এসে মাশরাফি-আশরাফুলদের কাছে আইরিশদের হোয়াইটওয়াশ হতে হয়েছিল। এবার অন্তত এক ম্যাচ জিতে নিজেদের সম্মান রক্ষা করতে চায় তারা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দ্বিতীয় ম্যাচেই। যদিও প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়াইটাও করতে পারেনি। সিরিজে টিকে থাকতে আজ সোমবার আইরিশদের সামনে জয়ের বিকল্প নেই। তার আগে কন্ডিশনও অনুকূল রয়েছে তাদের।

আইরিশ কোচ হেনরিক মালান যেমনটা বলেছেন, ‘এটা (কন্ডিশন) অনেকটা আমাদের কন্ডিশনের মতো, তাই না? আশা করি বৃষ্টি অব্যাহত থাকবে না এবং এটা (বল) এদিক ওদিক মুভ করবে। একটু মেঘলা ও বৃষ্টি হলে আমাদের জন্য একটু বেশি আরামদায়ক হবে। আমাদের খেলতে হবে, বাংলাদেশের চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে