মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১১:১৭:১৮

শৈশবের স্মৃতিচারণ করলেন সাকিব আল হাসান

শৈশবের স্মৃতিচারণ করলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : এবার তিন দিনে দুইটি ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশ দলের আজ মঙ্গলবারের দিনটি ছিল বিশ্রামের। গতকালই জানিয়ে দেওয়া হয়েছে কেউ আজ মাঠে যাবেন না৷ সুযোগটা কাজে লাগিয়েছেন সাকিব আল হাসান৷ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শুভেচ্ছাদূত হওয়ার অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বিশ্বসেরা৷ আজ অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বিপক্ষে গতকালের দ্বিতীয় ওয়ানডে নিয়েও কথা বলেছেন তিনি।

তিনি বলেছেন, বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটা জিততে না পারার আফসোসের কথাও, “জিতে গেলে অবশ্যই ভালো হতো, বিশেষ করে যারা ভালো খেলছে তাদের জন্য। মুশফিক ভাইর জন্য আরও ভালো হতো আমার মনে হয়। কিন্তু বৃষ্টি তো আমাদের হাতে নেই, এটা হতেই পারে।”

এদিকে দুই ওয়ানডে শেষ করে রাতে সিলেটে থেকে সকালে এসে এমন অনুষ্ঠানে যোগ দেওয়া, কখনো ঢাকায় কখনো সিলেটে, কিভাবে সব ম্যানেজ করেন সাকিব? সাংবাদিকদের এমন প্রশ্নে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, যে পারে, সে সবই পারে”

বিমান বাংলাদেশের নিজস্ব টিম থাকলে সেই টিমের অধিনায়কত্ব করবেন কিনা- এমন প্রশ্নে সাকিব বলেন, ” ক্যাপ্টেন কোচ সবই হবো তখন।” ছোটবেলায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আকাশে বিমান ঊড়ে গেলে সাকিব ও তার বন্ধুরা, কোন দেশের বিমান, এই নিয়ে কথা বলতো-এমনভাবেই শৈশবের স্মৃতিচারণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে