বুধবার, ২২ মার্চ, ২০২৩, ০৪:৪২:২৭

ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় খেললে তোমার ১০-১২ হাজার রান থাকত: সাকিবকে হাথুরুসিংহে

ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় খেললে তোমার ১০-১২ হাজার রান থাকত: সাকিবকে হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক : বার বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। 

সাকিবকে এই অর্জনের জন্য অভিনন্দন জানাতে গিয়ে হাথুরুসিংহে বলেন যদি সাকিব ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতের কন্ডিশনে খেলতেন তাহলে ৫০ ওভারি ক্রিকেটে তার ১০/১২ হাজার রান থাকত!

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেইজে ড্রেসিংরুমের এক ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়- চন্ডিকা হাথুরুসিংহে সাকিবকে ৭০০০ ওয়ানডে রানের জন্য স্মারক দেবার আগে দেন এক এপ্রেসিয়েশন স্পিচ।

আর সেখানে তিনি বলেন, ‘সাকিব, আমি জানি বেশিরভাগ সময়ে বাংলাদেশে খেলা, এবং শুরুতে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলা যাদের বোলিং অ্যাটাকবেশি ভালো ছিল। যদিও এটা এখন এমন নয়, অন্তত গেল ৫-৬ বছরে। যখন তুমি ক্যারিয়ার শুরু করেছিলে তখন এটা সহজ ছিল না।’

তিনি আরও বলেন, ‘এখানে (বাংলাদেশে) এত রান করা সহজ নয়। যদি তুমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে তাহলে তোমার যে প্রতিভা তাতে তাতে করে তোমার রান থাকত ১০,০০০ বা ১২,০০০। এটা খুব বড় অর্জন (৭০০০ ওয়ানডে রান), খুব ভালো করেছো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে