বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১১:৪০:২০

ফের মাঠে নামছে আর্জেন্টিনা ও পর্তুগাল

ফের মাঠে নামছে আর্জেন্টিনা ও পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে কাতারে আরাধ্য বিশ্বকাপ জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বহু আরাধ্য সেই বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে তাদের আর মাঠে নামা হয়নি। তাই প্রীতি ম্যাচের তারিখ ঘোষণা হতেই তুমুল উৎসাহ নিয়ে ক্ষণ গণনা শুরু করেন ভক্তরা। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামীকাল (২৪ মার্চ) ভোরে দেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলতে নামবেন মেসিরা। সেখানে তারা আতিথ্য দেবেন পানামাকে। 

ম্যাচটি নিয়ে মানুষের মধ্যে উত্তাপ কেমন তা একটি দৃশ্য থেকেই টের পাওয়া যায়। কেননা সেই ম্যাচের টিকিট কিনতে আগ্রহী ১৫ লাখেরও বেশি মানুষ। এমনকি ১ লাখ ৩১ হাজার সাংবাদিক ম্যাচটি কভার করার জন্য অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছেন। অথচ বুয়েন্স আয়ার্সের সেই মনুমেন্টাল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা আছে মাত্র ৮৩ হাজার।

আর্জেন্টিনার মাঠে নামার আগে অন্যদিকে ব্যস্ততা থাকছে ইউরোপের ফুটবলেও। আজ দিবাগত রাতেই ইউরোর বাছাইপর্বের লড়াইয়ে নামবে পর্তুগাল। জাতীয় দলের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তবে দলের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, আরও একবার জাতীয় দলের হয়ে রোনালদো খেলতে নামছেন। তার সঙ্গে কথা বলেই তাকে ইউরো কাপের দলে রেখেছেন পর্তুগিজ কোচ। লিচেনস্টেইনের বিপক্ষে খেলবে পর্তুগাল।

এছাড়া আজ রাতে ইউরোর বাছাইয়ে ইতালি, ইংল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, কাজাখস্তান ও স্লোভেনিয়ার ক্রোয়েশিয়ার মতো দেশগুলোও খেলতে নামছে। প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল: 

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি। ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো। মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল

প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি। ফরোয়ার্ড: লিওনেল মেসি, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে