বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১১:৪৮:২৩

যাকে কৃতিত্ব দিতে ভুলেননি হাসান মাহমুদ

যাকে কৃতিত্ব দিতে ভুলেননি হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক : তার অধীনে বাংলাদেশের পেস বিভাগে নতুন বিপ্লব ঘটে গেছে। মাঝে ঝিমিয়ে পড়া পেস বিভাগ নতুন করে যেন জেগে উঠেছে। সাম্প্রতিক সিরিজগুলোতে মিলছে এর প্রমাণ। 

আজ বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রথমবারের মতো টাইগার পেসাররাই নিয়েছেন ১০ উইকেট। যার পুরোভাগে ছিলেন নবীন পেসার হাসান মাহমুদ। মাত্র ৮ ম্যাচ খেলা এই তরুণ প্রথমবারের মতো নিলেন ৫ উইকেট।

আয়ারল্যান্ডকে আজ মাত্র ১০১ রানে অল-আউট করে দিয়েছে বাংলাদেশ। সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা। হাসান মাহমুদ ৮.১ ওভার বল করে এক মেডেসনহ ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। যা তার ক্যারিয়ারসেরা বোলিং। এছাড়া তাসকিন ২৬ রানে ৩টি আর এবাদত ২৯ রানে ২ উইকেট নিয়েছেন। পেসারদের দারুণ এই অর্জনের পেছনে আছেন প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড। তাই ম্যাচ শেষে আজ পেস বোলিং কোচকে কৃতিত্ব দিতে ভুলেননি হাসান মাহমুদ।

ম্যাচ সেরার পুরস্কার জিতে নেওয়া এই তরুণ পেসার বলেছেন, 'সবার প্রতি কৃতজ্ঞতা। এই পারফর্মেন্স করে ভালো লাগছে। এখানকার আবহাওয়া এবং কন্ডিশন পেসাদের সহায়তা করেছে। বোলিং করে খুব ভালো লেগেছে এখানে। অ্যালান ডোনাল্ডই হলেন সেই ব্যক্তি, যিনি আমাদের উন্নতিতে ভূমিকা রেখেছেন। বোলাররা ধীরে ধীরে উন্নতি করছে। আমরা নতুন বলে সুইং করাতে এবং সঠিক লেন্থে বল করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে