শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১০:৩৫:২৭

আবেগি মেসি গড়লেন মাইলফলক

আবেগি মেসি গড়লেন মাইলফলক

স্পোর্টস ডেস্ক : থ্রি স্টার খচিত জার্সি গায়ে খেলা প্রথম ম্যাচে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি ছুঁয়েছেন ৮০০ গোলের মাইলফলক, ২-০ গোলে জিতেছে দল। পানামার বিপক্ষে দ্বৈরথ কেবল একটা ম্যাচের গণ্ডিতে আবদ্ধ ছিল না। এটা ছিল উৎসবের উপলক্ষ। ৭৭ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। পরের মিনিটে থিয়াগো আলমদারার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

মেসির ফ্রি-কিক পোস্টে প্রতিহত হলে ফিরতি প্রচেষ্টায় গোল করেন ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। তার আগেও মেসির একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৮৯ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিক গোলে মাইলফলক স্পর্শ করেন পিএসজির সুপারস্টার। আগেই ৮০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্বকাপ জয়ের পর এই প্রথম মাঠে নামল আর্জেন্টিনা। আর্জেন্টাইনরা জাতীয় বীরদের অভিবাদন জানানোর মঞ্চ হিসেবে মনুমেন্টাল স্টেডিয়ামের গ্যালারিকে বেছে নিয়েছিলেন। ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগেই ফটকগুলো দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। দর্শক-সমর্থকের ভিড়ে সম্ভাব্য জটিলতা এড়াতে দলের সদস্যদের ৬ ঘণ্টা আগেই স্টেডিয়ামে নিয়ে আসা হয়।

৮০ হাজারের বেশি সমর্থকের উপস্থিতির ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাওয়ার সময় আবেগে ভেসেছেন মেসি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও ডাগআউটে কোচ লিওনেল স্কালোনির গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছে। দলের সদস্যদের রেপ্লিকা ট্রফি উপহার দেওয়া হয়েছিল। মাঠে খেলোয়াড়রা তা উঁচিয়ে ধরার সময় গ্যালারিতেও ঢেউ ওঠে। 

বিশ্বকাপ জয় উদযাপনের এ ম্যাচ ঘিরে বুয়েনস আয়ার্সে উৎসব শুরু হয়েছিল সপ্তাহখানেক আগে। উৎসব-উচ্ছ্বাসের মঞ্চে দাঁড়িয়ে মেসি জানালেন এ মুহূর্তটার স্বপ্নই দেখছিলাম। ‘দেশবাসীর সঙ্গে বিশ্বকাপ ট্রফি নিয়ে উদযাপনের স্বপ্নটা ক্যারিয়ারের শুরু থেকেই দেখে আসছি। আমরা যা করছি, তা চলতে থাকুক।

সবকিছু উপভোগ করতে থাকি। দীর্ঘদিন ধরেই আমরা এ জয়ের প্রতীক্ষায় ছিলাম। তিন তারার উদযাপন চলতে থাকুক’— বলছিলেন মেসি। এ সময় দর্শক-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, ‘কোপা আমেরিকা জয়ের পর থেকেই আপনারা আমাদের পাশে ছিলেন। আমরা কথা দিয়েছিলাম, এ ট্রফির জন্য নিজেদের উজাড় করে দেব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে