সোমবার, ২৯ মে, ২০২৩, ০১:৩০:৫৯

শুভমন গিলের প্রতিভা নিয়ে কপিল দেবের আশঙ্কা!

শুভমন গিলের প্রতিভা নিয়ে কপিল দেবের আশঙ্কা!

স্পোর্টস ডেস্ক: আইপিএলে একের পর এক শতরান এবং ধারাবাহিক ভাবে ভাল খেলায় আলোচনার কেন্দ্রে এখন শুভমন গিল। তাকে আগামী দিনের তারকা বলে মনে করছেন অনেকে। কিন্তু এর মাঝেই হঠাৎ শুভমন গিলের প্রতিভা নিয়ে কপিল দেবের আশঙ্কা! 

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে শুভমনের প্রতিভা শচীন টেন্ডুলকারের মতো নয়। কপিলের আশঙ্কা, আগামী দিনে বিনোদ কাম্বলির মতো পরিণতি না হয় শুভমনের।

অনেকের মতে শচীন এবং বিরাট কোহলির পর ভারতীয় ব্যাটিংয়ের নতুন নক্ষত্র হতে পারেন শুভমন। কপিল বলেন, “সুনীল গাভাস্কর ছিল। তার পর শচীন এলো। দ্রাবিড়, লক্ষ্মণ, শেবাগ এল। বিরাট এল।”

তিনি বলেন, “এখন শুভমন যে ভাবে ব্যাট করছে তাতে মনে হচ্ছে আগামী দিনে ও এই তালিকায় যোগ হবে। তবে কোনও মন্তব্য করার আগে আমি আরও একটা মরসুম অপেক্ষা করতে চাইব। শুভমনের প্রতিভা আছে। কিন্তু কারও সঙ্গে তুলনা করাটা এখনই উচিত হবে না।”

বিনোদ কাম্বলি ভারতীয় ক্রিকেটে এমন এক জন উদাহরণ যিনি প্রচুর প্রতিভা নিয়ে এসেও সফল হতে পারেননি। কপিল বলেন, “আমাকে ভুল ভাববেন না। শুভমনের প্রতিভা নিয়ে আমার মনে কোনও প্রশ্ন নেই। কিন্তু কোনও তুলনা না করেই বলছি বিনোদ কাম্বলির কথা।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে শুভমনের থেকেও ভাল শুরু করেছিল কাম্বলি। শুভমনের সামনে এখন প্রশ্ন ও এই সাফল্য কী ভাবে সামলায়। যে ভাবে ওকে নিয়ে আলোচনা হচ্ছে, প্রচার হচ্ছে, তাতে এই অল্প বয়সে শুভমন ভেসে যায় কি না?”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে