সোমবার, ২৯ মে, ২০২৩, ০৩:০১:০৬

ফ্রান্স ছাড়ার আগে রাঙিয়ে দিয়ে গেলেন মেসি

ফ্রান্স ছাড়ার আগে রাঙিয়ে দিয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক: স্পেনের ক্লাব বার্সেলোনা থেকে বিদায় নিয়েও ট্রফি আর রেকর্ড থেমে নেই আর্জেন্টাইন মহাতারকা লিওলেন মেসির জীবনে। পিএসজির হয়ে দ্বিতীয় মরশুমে দ্বিতীয়বার লিগ ওয়ান জিতলেন তিনি।

তার সঙ্গে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলসংখ্যার রেকর্ড এবং বিশ্বের সর্বাধিক ট্রফির রেকর্ডও গড়ে নিলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী। গত বছর ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জেতার পরেও থেমে নেই লিওনেল মেসি।

সোমবার তার দ্বিতীয় লিগ ওয়ানের খেতাব বাগিয়ে নিলেন মেসি। লিগ ওয়ানের ৩৭ তম ম্যাচ শুরু করার আগে টেবিলের শীর্ষে থাকা পিএসজি দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে ছয় পয়েন্টে এগিয়ে ছিল। 

রবিবার স্ট্র্যাসবুর্গের বিরুদ্ধে একটি ড্র বা জয় পাকা করে দিত তাদের লিগের ট্রফি। ঠিক তাই হল, যদিও ড্র করতে গিয়ে নাকানিচুবানি খেয়েছিল মেসি এমবাপেরা। ৫৯ মিনিটে মেসির বা পায়ের শটে ডেডলক ভাঙ্গে প্যারিস। 

যদিও ১০ মিনিটের মধ্যে সমতা ফিরিয়ে এনেছিল কেভিন গ্যমেইরো। ড্র দিয়ে শেষ করলেও ১ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে ৪ পয়েন্টে এগিয়ে যায় পিএসজি এবং তুলে নিল তাদের একাদশ তম লিগ ওয়ান ট্রফি।

ট্রফি জিতে এবং গোল করে একসাথে জোড়া বিশ্ব রেকর্ড করে ফেললেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে মেসি এখন ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর ৬২৬ ম্যাচে ৪৯৫ গোলের রেকর্ড টপকে ৪৯৬ নম্বর গোলটি করলেন মেসি মাত্র ৫৭৭ ম্যাচে। 

শুধু গোলের রেকর্ড নয় ট্রফির রেকর্ডও ভাঙলেন লিওনেল মেসি। ৪৩ টি ট্রফি নিয়ে ফুটবল ইতিহাসের সবথেকে অলঙ্কৃত ফুটবলার হলেন তিনি। তার আগে ছিলেন ব্রাজিলের দানি আলভেস।

মেসির ৪৩টি ট্রফির মধ্যে রয়েছে ১টি বিশ্বকাপ, ১টি কোপা আমেরিকা, ১টি ফিনালিসিমা, ৪তে চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, দুটি লিগ ওয়ান এবং ১টি ক্যু দে ফ্রান্স। অন্যদিকে লিগ জিতে খুশি মেসিদের কোচ ক্রিস্টোফ গালটিয়ে।

মেসিকে আগামী মরসুমে পিএসজির জার্সিতে দেখা যাবে কিনা, তা নিয়ে আলাদা করে কিছু বলেননি ক্রিস্টোফ গালটিয়ে। লিগ ওয়ানের শেষে পিএসজির সঙ্গে শেষ হচ্ছে মেসির চুক্তির মেয়াদ। অনেক জল্পনা থাকলেও এখনও ভবিষ‍্যৎ নিয়ে কিছু বলেননি আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

পরের মরশুমে কি এই দলের হয়েই খেলবেন মেসি নাকি এদিনই তিনি নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন পিএসজির হয়ে, সময়ই বলবে। কিন্তু মরশুমের শেষ ম্যাচেও সমর্থকদের মন জয় করে নিলেন মেসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে