সোমবার, ২৯ মে, ২০২৩, ০৩:২৭:৪৪

এশিয়া কাপ নিয়ে পাকিস্তানকে যা জানিয়ে দিল ভারত

এশিয়া কাপ নিয়ে পাকিস্তানকে যা জানিয়ে দিল ভারত

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ নিয়ে আরও বিপাকে পাকিস্তান। তাদের প্রস্তাবিত হাইব্রিড মডেলকে ফের খারিজ করে দিল BCCI। ২৮ তারিখ ম্যাচের আগে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে BCCI-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা মানছে না হাইব্রিড মডেল। সূত্রের খবর, BCCI-এর মতেই সম্মতি জানিয়েছে বাকি দেশগুলোও। তবে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি এখনও।

IPL-এর ফাইনালের পাশেই এশিয়া কাপ নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছিল BCCI। এই জন্য ডাকা হয়েছিল পাকিস্তান বাদে বাকি তিন দেশকে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট কর্তাদের হাজির থাকার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে হাজির হতে পারেননি BCB প্রধান নাজমুল হাসান পাপন। তবে বাকি দুই দেশের প্রতিনিধি ছিলেন। সেখানেই তাঁদের সঙ্গে বৈঠকে বসেন জয় শাহ-রজার বিনিরা।

সেই বৈঠকে BCCI-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা হাইব্রিড মডেল মানবে না। শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড BCCI-এর এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেওয়া হয়নি।

আফগানিস্তান ও শ্রীলঙ্কা প্রথম থেকেই ভারতের পক্ষে ছিল। কারণ পাকিস্তান থেকে এশিয়া কাপ সরলে আয়োজনের দিক থেকে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা, BCCI-এর পক্ষ থেকেও শ্রীলঙ্কার নাম প্রস্তাব করা হয়েছে। আর কূটনৈতিক কারণে আফগানিস্তান ভারতের পক্ষেই থাকে।

জানা গিয়েছে হাইব্রিড মডেল দলগুলোর কাছে যেমন খরচ সাপেক্ষ তেমনই সম্প্রচারকারী সংস্থার কাছেও সেটা জনপ্রিয় নয়। কারণ হাইব্রিড মডেল দলে দুটো দেশ থেকে সম্প্রচারের জন্য ব্যবস্থা করতে হবে, এতে তাদের খরচ দ্বিগুণ হবে। আর হাইব্রিড মডেলে হলে প্রতিটা দেশকে এক দেশ থেকে অন্য দেশে যেতে হবে। টাইমজোনের সঙ্গে পরিবেশ পরিস্থিতি মেলানো একটা চ্যালেঞ্জের। ভারতের পক্ষ থেকে নিরপেক্ষ ভেনুকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে ওমান ক্রিকেটের চেয়ারম্যান যিনি আবার ACC-র ভাইস প্রেসিডেন্ট সেই পঙ্কজ খিমজিকে পুরো বিষয়টা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে UAE-তে খেলতে অস্বীকার করা হয়েছে কারণ সেপ্টেম্বর মাসে সেখানকার গরমে প্লেয়ারদের চোট লাগার সম্ভবনা রয়েছে। এক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে শ্রীলঙ্কাকে।

এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় তারউপর নির্ভর করবে চলতি বছরের বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান আর বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান। আর ICC-র টুর্নামেন্ট না খেলা বা বয়কট করা দুই দেশের কাছেই সমস্যার হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে