সোমবার, ২৯ মে, ২০২৩, ০৫:৩৫:৩৯

এই ৩ ক্রিকেটারই ভারতের ভবিষ্যৎ বদলে দেবে!

এই ৩ ক্রিকেটারই ভারতের ভবিষ্যৎ বদলে দেবে!

স্পোর্টস ডেস্ক: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা একেবারে জঘন্য পারফরম্যান্স করেছেন। ২০২৩ মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে তিনি ১৬ ম্যাচে ২০.৭৫ ব্যাটিং গড়ে মাত্র ৩৩২ রান করেছেন। 

অন্যদিকে, এই মরশুমে আবার ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কিরা যথেষ্ট ভালো ব্যাটিং পারফরম্যান্স করেছেন। সেই তিনজন ক্রিকেটারকে দেখা যাক, যারা আগামী ভবিষ্যতে রোহিত শর্মার পরিবর্তে এই ৩ ক্রিকেটারই ভারতের ভবিষ্যৎ বদলে দেবে!।

যশস্বী জয়সওয়াল: ২১ বছর বয়সি ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ২০২৩ আইপিএল টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করেছেন। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে মোট ৬২৫ রান করেছিলেন। ব্যাটিং গড় ছিল ৪৮.০৮ এবং স্ট্রাইক রেট ১৬৩.৬১। 

ইতিমধ্যে তিনি একটি শতরান এবং পাঁচটি হাফসেঞ্চুরিও করেছেন। ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, আগামী ভবিষ্যতে যশস্বী ভারতীয় ক্রিকেট দলের সদস্য হতে পারেন। সেক্ষেত্রে বাঁ-হাতি এই ক্রিকেটার রোহিত শর্মার পরিবর্তে টিম ইন্ডিয়ায় ওপেন করতেই পারেন।

শুভমান গিল: ২০২৩ আইপিএল টুর্নামেন্টে শুভমান গিল তো একেবারে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। শুভমানকেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলে মনে করা হচ্ছে। এই মরশুমে তিনি ৮০০-র বেশি রা করেছেন। 

সেইসঙ্গে অর্জন করেছেন ভারতীয় জাতীয় দলের কমলা টুপিও।কয়েকমাস আগেও শুভমানকে নিজের স্ট্রাইক রেট নিয়ে যথেষ্ট কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। কিন্তু, সেই দুর্বলতাই আপাতত শক্তিতে পরিণত হয়েছে। 

এই পরিস্থিতিতে একথা বলা একেবারেই ভুল হবে না যে আগামী ভবিষ্যতে রোহিত শর্মাকে অনায়াসেই রিপ্লেস করতে পারেন শুভমান গিল। পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ইতিমধ্যেই একটা শতরান করে ফেলেছেন।

তিলক বর্মা: মিডল অর্ডারে ব্যাট করেন তিলক বর্মা। নিজের আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলে ইতিমধ্যেই সবাইকে মুগ্ধ করেছেন। রোহিত শর্মা নিজেও একথা স্বীকার করে নিয়েছেন যে আগামী দিনে তিলক বর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি ভারতীয় দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছেন। 

২০২৩ আইপিএল টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিলক বর্মা ১১ ম্যাচে মোট ৩৪৩ রান করেছেন। ব্যাটিং গড় ছিল ৪২.৮৮ এবং স্ট্রাইক রেট ১৬৪.১১। আর সেকারণেই তিলক বর্মাকে এই তালিকায় যোগ করা যেতেই পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে