সোমবার, ২৯ মে, ২০২৩, ০৯:৫৭:১৯

ব্যাটিং তান্ডব সাহা-সুদর্শনের, ফাইনালে গুজরাটের রেকর্ড সংগ্রহ

ব্যাটিং তান্ডব সাহা-সুদর্শনের, ফাইনালে গুজরাটের রেকর্ড সংগ্রহ

স্পোর্টস ডেস্ক: ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চারবারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংস।।

হাইভোল্টেজ এই ফাইনাল ম্যাচে হৃদিমান সাহা ও সাই সুদর্শনের ব্যাটিং তান্ডবে আইপিএলে ফাইনালের ইতিহাসে রেকর্ড ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে গুজরাট টাইটান্স। এর আগে ২০১৬ সালের আইপিএলে সর্বোচ্চ ২০৮ রান হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচে।

সোমবার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ১৬তম আসরের হাইভোল্টেজ ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাটিংয়ে নেমে গুজরাটকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার শুভমান গিল ও হৃদিমান সাহা।

এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে পাওয়াড় প্লেতেই ৬২ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল। তবে রবীন্দ্র জাদেজার পরের ওভারের শেষ বলে স্ট্যাম্পিং হয়ে প্যাভিলিয়নে ফেরেন এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক গিল। বিদায়ের আগে ২০ বলে ৭ বাউন্ডারিতে ৩৯ রান করেন তরুণ এই ব্যাটার।

গিলের বিদায়ের পরও রানের চাকা সচল রাখেন সাহা। এই উইকেটকিপার ব্যাটার সাই সুদর্শনকে নিয়ে ৪২ বলে ৬৪ রানের জুটি গড়েন। হৃদিমান ফিফটি হাঁকিয়ে ৩৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। তাকে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরান পেসার দীপক চাহার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে