রবিবার, ০৪ জুন, ২০২৩, ০২:৩৫:৫১

শেষ ম্যাচে এক বুক হতাশা নিয়ে বিদায় নিলেন মেসি!

শেষ ম্যাচে এক বুক হতাশা নিয়ে বিদায় নিলেন মেসি!

স্পোর্টস ডেস্ক: শনিবারই লিওনেল মেসি ঘোষণা করে দিয়েছিলেন যে প্যারিস সাঁ জাঁ-য় এটাই তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। এমনকী, এই ফরাসি ক্লাবও মেসিকে এককথায় ছেড়ে দিতে রাজিও হয়ে গিয়েছে। 

আশা ছিল, শেষ ম্যাচে হয়ত মেসি তার পায়ের জাদুতে ফরাসি সমর্থকদের হৃদয় জয় করে নিতে পারবেন। কিন্তু, ফুটবল ঈশ্বর বোধহয় তেমনটা চাননি। শেষ ম্যাচে হারের জ্বালা বুকে নিয়েই বিদায় নিতে হল লিওনেল মেসিকে। 

উপরি পাওনা জুটল সমর্থকদের কটাক্ষ। শেষ ম্যাচে এক বুক হতাশা নিয়ে পিএসজি থেকে বিদায় নিলেন মেসি! এমন বিদায় হয়ত লিওনেল মেসির একেবারেই প্রাপ্য ছিল না। পার্ক দে প্রিন্সেন্সে যখন পিএসজি একাদশের নাম ঘোষণা করা হচ্ছিল, সেইসময় মেসির নাম শুনেই সমর্থকেরা কার্যত তেলেবেগুনে জ্বলে ওঠেন। 

এমনকী মেসিকে নিয়ে তারা রীতিমতো কটাক্ষ করতে শুরু করে দেন। মেসি আগেই একটি বিবৃতি দিয়ে ক্লাব এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন। পাশাপাশি তিনি ক্লাবের ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানান। তো, নাম ঘোষণার পর এই আর্জেন্টাইন ফুটবল তারকা তার তিন সন্তানের হাত ধরে মাঠে প্রবেশ করেন। 

পাশাপাশি পিএসজি ক্লাবের পক্ষ থেকেও মেসিকে ধন্যবাদ জানানো হয়। গত দুই মরশুমে মেসি প্যারিস পিএসজির হয়ে ২ বার লিগ ওয়ান খেতাব জয়ের পাশাপাশি একবার ফরাসি চ্যাম্পিয়ন্স লিগের খেতাবও জয় করেছেন। জোড়া মরশুমে তিনি ৩২টি গোল করার পাশাপাশি ৩৫টি গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেছেন।

ক্লেরমের বিরুদ্ধে পিএসজিকে এই ম্যাচে ৩-২ গোলে হারতে হয়েছে। এই ম্যাচের শুরু থেকেই পিএসজি যথেষ্ট অগোছালো ফুটবল খেলতে শুরু করেছিল। কিন্তু, মাত্র ১০ মিনিটের মধ্যেই তারা নিজেদের গুছিয়ে নেয়। আর ২১ মিনিটের মধ্যে এই ফরাসি ক্লাব ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। 

ম্যাচের ১৬ মিনিটে ব়্যামোসের হেড থেকে আসে প্রথম গোল। এরপর ২১ মিনিটে কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। যেখানে আগেই ঘোষণা হয়ে গিয়েছিল যে এটাই মেসির শেষ ম্যাচ, সেখানে পেনাল্টি থেকে কেন তাকে গোল করতে দেওয়া হল না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। 

তবে, এখানেই পিএসজির সাফল্যের রথ থেমে যায়। এরপর একের পর এক পাল্টা আঘাত হানতে শুরু করে ক্লেরম। ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোলটা করেন গাস্তিয়েন। এরপর ৬৩ মিনিটে কেয়ির গোলে সমতা ফেরায় ক্লেরম। শেষ গোলটি করেন জেফান। শেষ ম্যাচে এক বুক হতাশা নিয়ে বিদায় নিলেন মেসি!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে