বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩, ১০:২৯:০৪

ক্লাবের শেয়ার থেকে মোটা অঙ্কের বেতন-বোনাস, মিয়ামিতে যা যা পাবেন মেসি!

ক্লাবের শেয়ার থেকে মোটা অঙ্কের বেতন-বোনাস, মিয়ামিতে যা যা পাবেন মেসি!

স্পোর্টস ডেস্ক: নিজের পুরোনো ক্লাব বার্সেলোনায় ফেরার ইচ্ছা ছিল। এখনও আছে। কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয়ে ওঠেনি বার্সা কর্তৃপক্ষের অনিচ্ছার জন্যই। অন্তত লিওনেল মেসি তেমনটাই দাবি করছেন। পুরনো ক্লাবের প্রতি তার তিক্ততা হয়তো নেই। কিন্তু অভিমান ছিল তার কথায়।

মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করার পর লিও বলছিলেন, “আমি প্রথমেই চেয়েছিলাম বার্সাতে ফিরতে। ইউরোপের অন্য কোনও ক্লাবের হয়ে খেলব না বলেই ঠিক করেছি। বার্সাকে মিস করি অবশ্যই। পিএসজিতে থাকার সময়ও মিস করেছি। কিন্তু এই মুহূর্তে বার্সা আমাকে সই করানোর মতো চূড়ান্ত পর্যায়ে নেই।”

মেসি বলেন, “হয়ত চেষ্টা করলেও আমাকে ফিরেও আসতে হত। এই রকম অনিশ্চিয়তার পরিস্থিতির জন্যই আমাকে সরে আসতে হল। হয়তো বোর্ডের কেউ কেউ আছেন যারা মনে করেন আমি ফিরে আসলে বেশ কিছু সমস্যায় পড়তে পারে ক্লাব। আমার প্রস্তাবটি ওদের সঙ্গে মৌখিক আলোচনা হলেও লিখিত আকারে বা পেশাদারিভাবে কোনও কিছুই চূড়ান্ত করেনি ওরা।”

মেসি বলছেন, আগামী দিনে বার্সায় ফিরতে চান তিনি। কিন্তু আগেরবার যেভাবে চোখের জলে প্রিয় ক্লাব ছাড়তে হয়েছিল, সেটার পুনরাবৃত্তি তিনি চান না। মেসির নতুন ক্লাব মিয়ামিতে একসময় খেলে গিয়েছেন ডেভিড বেকহ্যাম। তিনি এই ক্লাবের কিছুটা শেয়ারের মালিকও। 

শোনা যাচ্ছে, মেসি মিয়ামিতে যোগ দিলে তাকেও ক্লাবের কিছুটা শেয়ার ছেড়ে দেবে মালিকপক্ষ। অর্থাৎ মিয়ামির সহ-মালিক হয়ে যাবেন তিনি। সেই সঙ্গে অ্যাডিডাস এবং অ্যাপলের স্পনসরশিপ চুক্তিরও একটা অংশ যাবে মেসির পকেটে। তার সঙ্গে মোটা অঙ্কের বেতন তো রয়েইছে। সেটার পরিমাণ শোনা যাচ্ছে ১৫ কোটি মার্কিন ডলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে