বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩, ০২:৫০:৪৬

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে যে দৃশ্য নিয়ে তুমুল রসিকতা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে যে দৃশ্য নিয়ে তুমুল রসিকতা

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও রাজনীতির ছায়া! ওভালের স্টেডিয়ামে দেখা গেল বিজেপির পতাকা। ভারতের জাতীয় পতাকার পাশেই শোভা পাচ্ছে গেরুয়া শিবিরের গেরুয়া পতাকা। যা দেখে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

এমনিতে বিশ্বের যে কোনও প্রান্তেই ভারতীয়দের অভাব নেই। ফলে ভারতীয় দল যেখানেই খেলতে যায়, সেখানেই বিপুল সমর্থন পেয়ে থাকে। অধিকাংশ মাঠেই সিংহভাগ দর্শক থাকে ভারতের। ক্রিকেটের মাঠকে রাজনৈতিক বার্তা দেওয়ার মঞ্চ হিসাবে ব্যবহার করার উদাহরণও বিস্তর রয়েছে। 

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো মঞ্চকে এভাবে রাজনীতিতে ব্যবহার করা বিরল। সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের করা টুইটে প্রথম ছবিটি ধরা পড়ে। ওভালের স্টেডিয়ামে বিজেপির পতাকার সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। 

বস্তুত বিজেপি নিজেদের বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবি করে। গেরুয়া শিবিরের দাবি ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে তাদের অনুগামী। কেউ কেউ রসিকতা করে বলছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিজেপির পতাকা সেটারই প্রমাণ। রসিকতা অবশ্য এখানেই থামেনি। নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 

কেউ বলছেন, “খেলার মঞ্চকে এভাবে রাজনৈতিক বার্তা দেওয়ার কাজে ব্যবহার না করাই ঠিক।” কেউ কেউ আবার বলছেন, ভারত যদি হারে, তাহলে বুঝে নিতে হবে বিজেপির পতাকাই প্রমাণ। কেউ কেউ অবশ্য নরেন্দ্র মোদির গর্বে বুক বাজানোও শুরু করেছেন। তাদের বক্তব্য, মোদিজিই যে বস, সেটা আবারও প্রমাণ হয়ে গেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে