শুক্রবার, ০৯ জুন, ২০২৩, ০৬:০৪:৪৮

এটি আমার পুনর্জন্ম, সুযোগ না পেলে অন্ধকারেই পড়ে থাকতাম: শ্রীশান্ত

এটি আমার পুনর্জন্ম, সুযোগ না পেলে অন্ধকারেই পড়ে থাকতাম: শ্রীশান্ত

স্পোর্টস ডেস্ক: দুই কানে হীরের দুল। চোখে প্লাটিনামের চশমা। গলায় সোনার মোটা হার। নায়কোচিত চেহারার শ্রীশান্ত ম্যাচ শুরু হওয়ার আগে বুধবার সাক্ষাৎকার দিচ্ছিলেন সম্প্রচারকারী চ্যানেলের প্রতিনিধির সামনে দাঁড়িয়ে। তিরুবনন্তপুরমের আদিবাড়ি ছেড়ে নতুন করে ঘাঁটি গেড়েছেন মুম্বাইয়ে। 

নতুন ব্যবসা। পুরনো বাড়িতে মাঝে মধ্যেই যান এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন সম্প্রচারকারী সংস্থার কর্মকর্তাদের। কারণ, ধারাভাষ্য দেওয়ার কাজে তাকে নিয়োগ না করলে অন্ধকারেই পড়ে থাকতেন। টাকাপয়সা হয়তো আরও রোজগার করতেন। 

তবে সম্মান নিয়ে বেঁচে থাকার সুযোগ কবে ফিরে আসত, তা তিনি নিজেও জানেন না, ‘‌এটি আমার দ্বিতীয় ইনিংস। আমি এই সুযোগটাকে হাতছাড়া করতে চাইছি না।’‌ হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু চারটি ভাষার ধারাভাষ্যে তাকে ব্যবহার করা হচ্ছে। খুব উপভোগ করেছেন এবারের আইপিএল। 

‘‌সিনেমা করছি, নায়কের রোল পাচ্ছি— এসব ঠিকই আছে, তবে ক্রিকেটের মূলস্রোতে ফিরতে পারার যে আনন্দ, সেটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না। দিস ইজ আল্টিমেট। সব ছেড়েছুড়ে দিয়ে মনে হয় শুধুই এই অসাধারণ খেলাটির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখি, যেমন রেখেছেন সুনীল গাভাসকার।’‌

পড়াশোনা করছেন। কোন পরিস্থিতিতে কী কথা বলতে হয়, সে ব্যাপারে সিনিয়রদের কাছ থেকে পরামর্শ চাইছেন। মনে হচ্ছে নতুন জীবনের জন্য নতুন করে গার্ড করে নিচ্ছেন। ২০০৭ সালে এ মাঠে ভারতকে জিতিয়েছিলেন। দু’‌ইনিংস মিলিয়ে পেয়েছিলেন ৫ উইকেট। ‌

তবে ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় এ মাঠে ৪ উইকেট পাওয়ার সোনালি স্মৃতিও ধেয়ে আসছিল তার দিকে। শ্রীশান্তের ধারণা, দেশে প্রতিভার অভাব নেই এবং তাদের সামনে প্রচুর সুযোগ মেলে ধরা দরকার, ‘‌যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়রা যেমন ব্যাটিং বিভাগে উঠে এলো, বোলিং বিভাগে কিন্তু সেরা হিসেবে একজন বা দুজনকে বেছে নেওয়া কঠিন।

শ্রীশান্ত বলেন, ‘তুষার পান্ডে, আকাশ মাধওয়াল, যশ ঠাকুর, মোহাম্মদ খলিলরা প্রতিশ্রুতিমান। উমরান মালিক যেমন এবার একটু যেন বেশি রান দিয়ে ফেলেছে। কলকাতা নাইট রাইডার্সের হরষিত রানাও বেশ ভাল। এবার এদেরকে যত্ন করতে হবে, সুযোগ দিতে হবে। কমেন্ট্রি করার সুযোগ না পেলে এতো কিছু জানতেই পারতাম না। সত্যি কথা বলতে কী, কমেন্ট্রি আমায় পুনর্জন্ম দিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে