রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ১০:৪২:১৫

অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ চান শচীন

অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ চান শচীন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতেই তিন ম্যাচ টি২০ সিরিজের টানা দু’ম্যাচ জয়ের পর টুইট করেলন সচিন টেন্ডুলকর। তিনি চান, শেষ ম্যাচটিও জিতে অপরাজেয় থেকে ঘরে ফিরুক ধোনিরা।

দলের সদস্যদের উদ্দেশ্যে শচীন টেন্ডুলকরের বার্তা, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তোমরা সব ম্যাচ জিতে এসো, সেই মধুর জয়ের প্রতীক্ষায় রইলাম।’

চলতি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে বিপর্যস্ত হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ৫ টি ওডিআইয়ের মধ্যে ১ টি বাদে সবগুলিতেই হেরে যায় তারা। প্রবল সমালোচনার মুখে পড়তে হয় ধোনি বাহিনীকে। এরপর টি-২০-তে ভারতীয় দলের সাফল্য ‘চুপ’ করিয়ে দিয়েছিল নিন্দুকদের।

তাই টিম ইন্ডিয়াকে উজ্জীবিত করতে টুইট করেছেন শচীন । টুইটারে তিনি লেখেন, ধোনি, বিরাট, যুবরাজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তোমরা সব ম্যাচ জিতে এসো, তোমাদের মধুর জয়ের প্রতীক্ষায় রইলাম।

৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে