রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ১১:০২:৪৪

বিশ্বকে জাত চেনাচ্ছেন যুব টাইগাররা

বিশ্বকে জাত চেনাচ্ছেন যুব টাইগাররা

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে  স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৭ রানে ২ উইকেট হারিয়ে মুচড়ে পড়ে বাংলাদেশ। কিন্তু পরক্ষণে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে প্রতিরোধ গড়েছে বাংলাদেশের যুবারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৯ রান। নাজমুল হোসেন শান্ত ৫১ ও মেহেদি হাসান মিরাজ (০) রান নিয়ে ব্যাট করছেন। ফিরে গেছেন জয়রাখ শেখ (১৩), পিনাক ঘোষ (০) ও সাইফ হাসান (৪৯)।

রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ’ গ্রুপের এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্কটল্যান্ডের অধিনায়ক নিল ফ্ল্যাক।

১৭ রানের মধ্যে ওপেনার পিনাক ঘোষের সঙ্গে তিনে নামা জয়রাজ শেখও সাজঘরে ফিরে যান। দ্বিতীয় ওভারেই মোহাম্মদ গাফ্ফারের বলে এলবিডব্লিউ হন পিনাক (০)। আর জয়রাজ (১৩) অষ্টম ওভারে ওই গাফ্ফারের বলেই রায়ান ব্রোনকে ক্যাচ দেন।

বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জয়রাজ শেখ ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইদ সরকার, আরিফুল ইসলাম জনি, সালেহ আহমেদ শাওন ও আব্দুল হালিম।

৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে