আরিফুর রাজু: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। শুরুতেই ২০ রানের মধ্যে পিনাক ঘোষ (০) ও জায়রাজের (১৩) উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু পরক্ষণেই দেশের জন্য প্রতিরোধ গড়ে তোলেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৪ রান। নাজমুল হোসেন শান্ত ৭৮ ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (২৫) রান নিয়ে ব্যাট করছেন।
গত ম্যাচের ন্যায় আজো নিজেকে চেনাতে ভুলেননি নাজমুল হাসান শান্ত। বিশ্বকাপে নিজেদের প্রথম ৭৩ রান তুলে নেন রাজশাহীর এই ডেশিং ওপেনার। গত ম্যাচের ন্যায় আজো তার সেই চিরচেনা রুপ। প্রথমে বেশ সর্তকবস্থায় পা টিপে টিপে এগোলেও ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠে তার ব্যাট। ধীরে ধীরে কমতে থাকে রান ও বলের সমতা।
রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ’ গ্রুপের এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্কটল্যান্ডের অধিনায়ক নিল ফ্ল্যাক।
বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জয়রাজ শেখ ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইদ সরকার, আরিফুল ইসলাম জনি, সালেহ আহমেদ শাওন ও আব্দুল হালিম।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর