স্পোর্টস ডেস্ক: যুব ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশি ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। যুব ওয়ানডে বিশ্বের সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। পাকিস্তানি ওপেনার আসলামকে পেছনে পেলে ইতিহাস গড়েন দেশ সেরা এই ড্যাশিং ওপেনার।
পাকিস্তানি ওয়ানডেতে ৪০ ম্যাচে পাকিস্তানের ওপেনার আসলামের রান ১৬৯৫। সামিকে ছাড়িয়ে যেতে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ৬২ রানের প্রয়োজন ছিল শান্ত। স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে এ রান তুলতে কোনো সমস্যাই হয়নি তার। স্কটিশ অধিনায়ক নিল ফ্ল্যাককে ফ্রি হিটে চার মেরে বিশ্ব রেকর্ড গড়েন ১৭ বছর বয়সি এই ক্রিকেটার। বিশ্ব রেকর্ড গড়ার পর বেশ দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে দারুণ এক সেঞ্চুরিও তুলে নেন শান্ত।
গত ম্যাচের ন্যায় আজো স্বরুপে জ্বলে উঠেন শান্ত। যুব বিশ্বকাপের চলতি আসরে প্রথম বাংলাদেশি হিসেবে শতক তুলে নেন রাজশাহীর এই যুবক। প্রথমে বেশ সর্তকবস্থায় এগোলেও ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠে তার ব্যাট। ধীরে ধীরে কমতে থাকে রান ও বলের সমতা। শেষ পর্যন্ত ১১৭ বলে ১১৩ রান সংগ্রহ করেন তিনি।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর