আরিফুর রাজু: বাংলাদেশ ক্রিকেটের বড় রত্ন মুস্তাফিজুর রহমান। জাতীয় দলে তার আগমেন পুরো দল ফিরে পেয়েছিল প্রাণের সঞ্চার। ক্যারিয়ারের অভিষেক ম্যাচেই নিজেকে প্রমাণ করতে সক্ষম হোন সাতক্ষীরার এই যুবক। সবচেয়ে মজার ব্যাপার হলো, ব্যাক্তি জীবনে মুস্তাফিজ যতটা সহজ-সরল, বল হাতে ততটা ভয়ংকর। তার বিধ্বংসী বোলিংয়ে কাটা পড়ে লজ্জায় মাথা নুয়ে সাজ ঘরে ফিরতে হয়েছে বিশ্বের যত বাঘা বাঘা খেলোয়াড়দের।
২০১৫ বছরকে মাথায় রেখে নতুন বছরে জয়ের নেশায় নতুন উদম্যে মেতেছেন টাইগাররা। বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটীয় বছর শুরু বাংলাদেশের। শুরুর সিরিজেই ড্রতে হতাশ মাশরাফি বাহিনী। আর তাই তো সিরিজ পরবর্তীতে আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপকে সামনে রেখে মাথার ঘাম মাটিতে ফেলছেন সবাই। সিরিজের দ্বিতীয় ম্যাচের পর মাঠে না নামতে পারা মুশফিক-মুস্তাফিজও দলের সঙ্গে ছায়ার মত লেগে ছিলেন। রোজ নিয়ম মাফিক অনুশীলন করছেন। তবে শত ব্যস্ততার মাঝেও সময় করে মুস্তাফিজের পরিবারের সঙ্গে একি ফ্রেমে বন্দি হয়েছেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিকের অফিসিয়াল ফ্যান পেজে তিনি ছবিটি আপলোড করে ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ মুস্তাফিজের ফ্যামিলির সঙ্গে দেখা করেছি।’
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর