রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০১:৫৩:১৪

টাইগারদের হিংস্র খপ্পরে স্কটল্যান্ড

টাইগারদের হিংস্র খপ্পরে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক:  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশে দেয়া ২৫৭ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ভাঙন দেখা দেয়  স্কটল্যান্ড শিবিরে।

কক্সবাজার স্টেডিয়ামের ম্যাচে স্বাগতিক বাংলাদেশের দেয়া টার্গেটে ওপেনিংয়ে নামেন নেইল ফ্লাক ও জনসন। শুরুতেই বেশ সর্তকভাবে এগোতে থাকেন। দু’জনে মিলে ৪৮ রানের একটি অপ্রতিরোধ্য জুটিও গড়েন। কিন্তু ফ্লাকের বিদায় ঘন্ট বাজার সঙ্গে সঙ্গে তাসের ঘরের ন্যায় ভেঙে যায় ওপেনিং জুটিটি।  এর পরজনসনকে সঙ্গ দিতে মাঠে নামেন ওয়াসিস শাহ্ । বলতে তিনি মাঠে এলেন আর গেলেন। অর্থাৎ ভুল বোঝাবুঝির খপ্পরে পড়ে ০ রানে ফ্লাকের দেখানো পথে পা বাড়ান ওয়াসিসও। এর পর ফ্লাকও ব্যাক্তিগত ৪১ বলে ২৮ রান তুলে মাঠ ছাড়েন।

বর্তমানে সফরকারীদের হয়ে মাঠে রয়েছেন  ওয়াসিস (০) ও আজিম দার (৫)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮.৩ বলে  ৩ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে স্বাগতিক স্কটল্যান্ড।

বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জয়রাজ শেখ ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইদ সরকার, আরিফুল ইসলাম জনি, সালেহ আহমেদ শাওন ও আব্দুল হালিম।

৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে