স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপে চমক দেখিয়েছে বাংলাদেশ। আসরে মাত্র দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
এই দুটি ম্যাচ খেলেই বিশ্বরেকর্ড করেছে বাংলাদেশ। এক রেকর্ড বালকের ব্যাটিংয়ের কল্যানে একটি ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট টিম।
ধারনা করা হয়েছিল, স্কটল্যান্ড বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলবে। নামিবিয়া ও নেপালের অঘটনের পর এই আশঙ্কা করা হয়।
কিন্তু দেখা গেল, টাইগার শান্তর ব্যাটিংয়ের সুবাধে বাংলাদেশের ইতিহাস গড়ার দিনেই ১১৪ রানে উড়ে গেল প্রতিপক্ষ। এ জয়ের পর দেশবাসীদের আগাম এক সুখবর দেয়া যায়। সেটা হলো এ গ্রুপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে বাংলাদেশ!
বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হাসান শান্তর রান ১৭৪৬। এইা বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। এর আগে যুবাদের বিশ্বকাপে সর্বোচ্চ রান ছিল পাকিস্তানের আসলামের।
এক দিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত অন্যদিকে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বেশ ভালোই আভাস দিচ্ছেন টাইগাররা।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হা্বিব/এইচআর