স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে আইপিএলের জন্য বিভিন্ন খেলোয়াড়দের নাম ঘোষণা দেয়া হয়। ৪ জন বাংলাদেশি ক্রিকেটারের তালিকায় ছিলেন না মুশফিকুর রহিম।
মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, সৌম্য সরকার ও তাসকিন ছিলেন আইপিএলের খেলোয়াড়দের তালিকায়। এই তালিকায় এবার যোগ হলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
আগামী ৬ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের নিলামের জন্য দেশ-বিদেশের ৩৫১ জন ক্রিকেটারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই তালিকায় দেখা গেল মুশফিকুর রহিমের নাম। উইকেটকিপারের তালিকায় রয়েছেন তিনি। বাজার দামেও চড়া মুশফিক। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর