স্পোর্টস ডেস্ক : তছনস পাকিস্তান টিম। ২০১৬ বিশ্বকাপের জন্য মুখিয়ে থাকা পাকিস্তানে ঘটেছে অঘটন। ঘটনার রেশে তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানে।
নতুন বছরটা অশুভ ভাবেই শুরু হয় পাকিস্তানের। কয়েকদিন আগে পাকিস্তান নিউজিল্যান্ড সফরে যায়। টি-টোয়েন্টি সিরিজে হারের পর এবার ওয়ানডে ক্রিকেটে হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তান।
তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে শুরুতে ব্যাট করে পাকিস্তান। পাকিস্তান ২৯০ রান সংগ্রহ করে। কিন্তু এদিন ভাগ্য সঙ্গেই ছিল নিউজিল্যান্ডের।
বৃষ্টির ঝগড়ার ম্যাচে ২ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জয়ে ষোলকলা পূর্ণ হয় পাকিস্তানের।
বড় ধরনের অঘটনের মধ্যে দিয়ে বছর শুরু পাকিস্তান ক্রিকেট টিমের। ক্ষোভে ফুঁসেছেন পাকিস্তানের ভক্তরা। আগাম সতর্ক পাকিস্তানের সরকার।
খেলোয়াড়দের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্ষুব্ধ ভক্তদের হামলা হামলার আশঙ্কায় নিরাপত্তার জোরদার করেছে পাকিস্তান সরকার।
প্রসঙ্গত, এর আগে ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তানে লঙ্কাকাণ্ড ঘটে। এখন এই ধরনের আশঙ্কাই করা হয়েছে। আর তাই সতর্ক দেশটির সরকার।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর