রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৬:১৯:০৬

টাইগারদের বিষে সর্বনাশ বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার

টাইগারদের বিষে সর্বনাশ বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক : গতবারের চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ভয় ছিল এই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে। কিন্তু লড়াইয়ের ম্যাঠে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করে বাংলার টাইগাররা।

এ গ্রুপে থাকা একটি ছোট দলের নাম নামিবিয়া। দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে দিয়েছে এই নামিবিয়াও। টানা দুটি ম্যাচে হারের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টাইগার বিষে সর্বনাশ হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার।

স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেও শেষ রক্ষা হবেনা প্রোটিয়াদের। টুর্ণামেন্ট থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন টিম প্রথম ধাক্কাটা খায় টাইগার বিষে।

রোববার কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে নামিবিয়ার বোলিং আক্রমণে দিশেহারা ছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৩৬ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

এই রান তাড়া করে বিশাল জয় পায় নামিবিয়া। ৬২ বল হাতে জয় পেয়ে শেষ ম্যাচে বাংলাদেশকে ফের হুমকি দিয়েছে নামিবিয়া। জয়ের ধারায় থাকা বাংলাদেশও কিন্তু এই নামিবিয়াকে উড়িয়ে দিতেই মাঠে নামবে।

২ ফেব্রুয়ারি বাংলাদেশ ও নামিবিয়ার মধ্যেকার ম্যাচটি কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে